সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘তিন দিনেই পাসপোর্ট যাবে বিদেশে’

নিজস্ব প্রতিবেদক

বিদেশের মিশনগুলোতে তিন দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মাসুদ রেজওয়ান বলেন, প্রবাসীদের স্বার্থে দ্রুত পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে কুরিয়ার সংস্থা ডিএইচএল, ফেডারেল এক্সপ্রেস, টিএনটিসহ বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাসপোর্টগুলো পাঠানো হবে। তিনি বলেন, বিদ্যমান পাসপোর্টের বইয়ের কাভার পেজ ও পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ করার মতো উপযোগী নয়। তবে এ বছরের মধ্যে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর