সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিশ্বে কোনো স্বল্পোন্নত দেশে এত বড় আকারে বাজেট নেই

প্রাক-বাজেট আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর আমাদের বাজেটের আকার ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে কোনো স্বল্পোন্নত  দেশের (এলডিসি) বাজেটের আকার এত বড় নেই। বাংলাদেশে কর ফাঁকি এতই বিস্তৃত যে, কর কর্মকর্তাদের সত্ভাবে কর আদায় করা সম্ভব নয়। সত্ভাবে কর আদায় করতে গেলে নানা সমস্যার মুখে পড়তে হবে। কর ফাঁকিকে একটি পুঞ্জীভূত সমস্যা আখ্যায়িত করে তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সামনে বিরাট চ্যালেঞ্জ। বাজেটে নির্ধারিত বিরাট অঙ্কের টাকা সংগ্রহ করতে হবে। কর ফাঁকি তো আছেই। হঠাৎ করে কর ফাঁকি রোধ করা সম্ভব নয়। কারণ, এটা একটি পুঞ্জীভূত সমস্যা। গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবনে আসছে ২০১৬-১৭ অর্থবছরকে সামনে রেখে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন ইকোনমিক রিচার্স গ্রুপ-ইআরজি চেয়ারম্যান অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের গবেষণা ফেলো ড. নাজনীন আহমেদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআইর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ মামুন রশীদ প্রমুখ। প্রাক-বাজেট আলোচনা সভায় ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, আমাদের দেশে কর ফাঁকির কথা বলা হয়। কর ফাঁকির সঙ্গে আছে দুর্নীতি। দেশে কর ফাঁকি এতই বিস্তৃত, এখানে কোনো কর কর্মকর্তা সত্ভাবে কাজ করলে বলা হয়, বড় বড় কর ফাঁকি ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে গড়ে ২ শতাংশ মানুষও কর দেয় না। সবাই মিলে কর দিলে এর থেকে কম রেটেও অনেক বেশি কর আদায় করা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে এই অর্থনীতিবিদ বলেন, যারা নিয়মিত ঋণ পরিশোধ করে তাদের রিবেট (ছাড়) দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এমন নির্দেশনার অর্থ হলো বাংলাদেশে নিয়মিত ঋণ পরিশোধ না করার নিয়ম। আমি অবাক হয়েছি বাংলাদেশ ব্যাংক কীভাবে এমন নির্দেশনা দিতে পারে। ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা বাজেট নিয়ে কথা বলি, কিন্তু বাজেট বাস্তবায়নের গুরুভার বহন করে এনবিআর। কর ফাঁকি একটা বড় ধরনের দুর্নীতি। যারা রাজস্ব সংগ্রহ করেন, তাদের অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত। তবে আমি এনবিআরের অনেক কর্মকর্তাকে চিনি, যারা আমার ছাত্রের মতো ও সৎ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর