সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রধর্ম নিয়ে রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি আজ দুপুরে শুরু হবে। বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য রয়েছে। গতকাল এই কার্যতালিকা প্রকাশিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী ড. কামাল হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে ইসলামের অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৮৮ সালের আগস্টে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’র পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেনসহ ১৫ বিশিষ্ট নাগরিক এ রিট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর