মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পুলিশি হয়রানি রোধে থানায় সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ নীতি অনুসরণ করে চট্টগ্রাম মহানগর পুলিশকে (সিএমপি) পরিচালনা করতে চান নতুন কমিশনার ইকবাল বাহার। সিএমপিতে যোগদানের পর গতকাল বিকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি পুলিশকে দুর্নীতিমুক্ত রাখার বিভিন্ন প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কমিশনার ইকবাল বাহার বলেন, ‘পুলিশি হয়রানি রোধ ও দালাল-টাউটদের উৎপাত ঠেকাতে প্রতিটি থানা প্রাঙ্গণে  ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। মহানগর পুলিশকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করতে নেওয়া হবে নানান পদক্ষেপ। পুলিশের কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।’ নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘সমস্যা তৈরি হওয়ার আগেই তা নির্মূল করার প্রচেষ্টা থাকবে আমাদের।

সর্বশেষ খবর