মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় পুলিশ অপহরণের নাটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সান্তাহারে এক পুলিশ কনস্টেবল অপহৃত হয়েছে বলে গুজব ছড়ানোর পর তাকে পাওয়া গেছে। পুলিশ বলছে, কোনো পুলিশ সদস্য অপহৃত হয়নি। একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে মাত্র। জানা গেছে, গত রবিবার রাতে সান্তাহার এলাকায় কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নৈশকালীন পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল বেলা ১২ টায় সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ করে ছাত্রলীগ। পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ হওয়ায় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে একদল যুবক মোটরসাইকেলে করে সরিয়ে নিয়ে যায় পাশের পুলিশ ফাঁড়িতে। সেখানে তাকে নামিয়ে দিয়ে যুবকদল চলে যায়। এদিকে ওই পুলিশ সদস্যকে দেখতে না পেয়ে স্থানীয়রা রটিয়ে দেন, ছাত্রলীগ নেতারা পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে। এমন ঘটনায় দুই-একজন পুলিশ সদস্যও সুর মেলান। এ অবস্থায় খোঁজ করতে গিয়ে ওই পুলিশ সদস্যকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে পাওয়া যায়।

বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, কনস্টেবল নুরুল ইসলামকে কেউ অপহরণ করেনি। একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে মাত্র।

সর্বশেষ খবর