মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

খুনের নেপথ্যে দানের বিপুল টাকা

মুয়াজ্জিন হত্যা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ইসলামপুরে মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন খুনের নেপথ্যে রয়েছে মসজিদের দান বাক্সের বিপুল অঙ্কের টাকা ও মসজিদ মার্কেটের নিয়ন্ত্রণ। তদন্ত সংশ্লিষ্টরা বলছে, গ্রেফতার হওয়া একই মসজিদের ইমামের কাছ থেকে এ সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইসলামপুরের প্রভাবশালী কিছু ব্যক্তির নামও এসেছে যাদের নজর পড়েছিল মসজিদের মার্কেট ও দানবাক্সের বিপুল অঙ্কের টাকার দিকে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চচ্ছে না। গত সোমবার ভোরে মসজিদের ভিতর থেকে মুয়াজ্জিন বিল্লালের লাশ উদ্ধার করা হয়। হত্যকাণ্ডের পর বিল্লাল হোসেনের ছেলে মাদ্রাসা ছাত্র ইয়াসিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।  মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, মসজিদের সম্পত্তি, আর্থিক লেনদেন, ব্যবসা প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি কারণে মুয়াজ্জিন বিল্লালকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যে এ ঘটনায় ইমাম তাজুল ইসলামসহ দুজনকে আটক করা হয় ঘটনার দিন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তিকে আটক করা হয়েছে গত রবিবার। পুলিশ জানায়, মুয়াজ্জিন হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত সন্দেহভাজন অন্তত ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যেকের বক্তব্যে মসজিদের আর্থিক লেনদেন এবং বিল্লালের ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাবের বিষয়ে কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। বিল্লালের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। প্রতিটি অ্যাকাউন্টে মাঝেমধ্যে এক থেকে দেড় লাখ টাকা লেনদেন করেছেন তিনি। মসজিদের মার্কেট ও দানবাক্স থেকে মাসে অন্তত এক লাখ টাকা আয় হতো। এর পুরোটাই মুয়াজ্জিনের হেফাজতে থাকত। প্রতিবছর মসজিদের তহবিলে অনেক টাকা আসত। সেগুলোও দেখভাল করতেন মুয়াজ্জিন। স্থানীয়দের তথ্য অনুযায়ী ১৮৭৬ সালে ঢাকার নবাব পরিবারের সদস্যরা ইসলাম পুরের মসজিদটি নির্মাণ করেন। ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে মসজিদ। নীচতলায় ১৭টি এবং আন্ডারগ্রাউন্ডে ১৩টি দোকান রয়েছে, যা ঝব্বু খানম জামে মসজিদ মার্কেট হিসেবেই পরিচিত। একশ চল্লিশ বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটি প্রভাবশালী অপরাধী চক্রের নজড়ে পড়ে। নবাব পরিবারের একজন প্রতিনিধি মসজিদটি দেখভাল করলেও প্রভাবশালীদের কাছে তিনিও জিম্মি।

সর্বশেষ খবর