মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইউপির চতুর্থ ধাপে মশাল দাবি ইনুর

নিজস্ব প্রতিবেদক

জাসদ ভাগ হয়ে গেলেও দ্বিতীয় ধাপে জমা দেওয়া জাসদ মনোনীত প্রার্থীরা মশাল নিয়েই নির্বাচন করছেন। এ অবস্থায় জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চতুর্থ ধাপের জন্য এককভাবে ৪২টি ইউপিতে প্রার্থী মনোনয়ন করে তাদের মশাল দেওয়ার দাবি জানিয়েছেন।

গতকাল বিকালে নির্বাচন কমিশনে জাসদের এই অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত চিঠি ইসিতে জমা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) বরাবর প্রেরিত ওই চিঠিতে বলা হয়, ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে জাসদ মনোনীত ৪২ জন প্রার্থী স্ব স্ব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মশাল প্রতীক বরাদ্দ দেওয়া হোক।

সর্বশেষ খবর