বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

ফের আন্দোলনের হুমকি পাটকল শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনের হুমকি দিয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতারা। গতকাল নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই হুমকি দেন। সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএর আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, ‘কাঁচা পাট কেনা ও পাট খাতের আধুনিকীকরণে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময়েও শ্রমিকরা ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার বকেয়া বিলসহ অন্যান্য সুবিধা পায়নি। বরং রাজধানীর গুলশানে বিজেএমসির জমি বিক্রি করে আংশিক পাওনা শোধ করা হয়েছে। গত ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর