বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

সরকারি অফিসের সেবা নিয়ে অসন্তোষ অর্থ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সরকারি অফিসগুলোর সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রযুুক্তির সঙ্গে সঙ্গে মনোভাবেরও আধুনিকতা দরকার। আমাদের আচরণগত কিছু বিষয় আছে। পুরনো দিনের আচরণ, সরকারি অফিসগুলোর চালচলন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি নিজেও এর মধ্যে দিয়ে এসেছি। পরিবর্তনের হাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটিও পরিবর্তন হওয়া উচিত।’

গতকাল রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত ‘চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর ও মংলা কাস্টমস হাউসে চারটি মোবাইল কনটেইনার স্ক্যানার হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আধুনিক মানের এই স্ক্যানারগুলোতে এনবিআরের সক্ষমতা বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর