এক মাস ২১ দিন পার হলেও কর্ণফুলী নদীর উত্তর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। তাছাড়া আদালতের রায়ের কপিও এখনো চট্টগ্রাম জেলা প্রশাসনে আসেনি। এমন পরিস্থিতিতে আজ বিকাল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে নৌপরিবহন মন্ত্রণালয়ের নদী সংক্রান্ত টাস্কফোর্সের সভা হওয়ার কথা রয়েছে।
জানা যায়, গত ১৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে ৯০ দিন সময় দেন। একই সঙ্গে রায় প্রাপ্তির সাত দিনের মধ্যে নদীর তীর দখল করে যে সব প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা সরিয়ে নিতে স্থানীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়ে আদালত বলেছিল, ‘যদি স্থাপনা না সরানো হয়, তাহলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা প্রশাসক এসব স্থাপনা অপসারণের ব্যবস্থা করবেন।’ কিন্তু আদালতের রায়ের এক মাস ২১ দিন পার হলেও নির্দেশনার কপিটি চট্টগ্রাম জেলা প্রশাসনে আসেনি। ফলে প্রশাসনও এ ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে জানা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশনার সেই কপি এখনো আমাদের কাছে আসেনি।