শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছুটির দিনে করদাতার ঢল

করমেলা

নিজস্ব প্রতিবেদক

সাপ্তাহিক ছুটির দিনে দেশব্যাপী আয়কর মেলায় গতকাল ১ লাখ ৫৬ হাজার ৫৮৩ জন করদাতার ঢল নেমেছিল। তাদের কাছ থেকে সরকার আয়কর সংগ্রহ করেছে ২০৫ কোটি টাকা। মেলায় করদাতা ও সেবাগ্রহীদের পদচারণায় তিল ধারণের ঠাঁই ছিল না। এনবিআর জানিয়েছে, গতকাল রাজধানী ঢাকাসহ দেশের ৬১টি জেলা, ১১টি উপজেলাসহ (দুইটি ভ্রাম্যমাণ) মোট ৭২টি স্পটে আয়কর মেলা হয়েছে। ছুটির দিনে ঢাকাসহ দেশের সব স্পটে করদাতা-সেবাগ্রহীতাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বিভিন্ন কর অঞ্চলের বুথে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ। দেশব্যাপী আয়কর মেলা থেকে গত চারদিনে ৪ লাখ ৮২ হাজারের বেশি ব্যক্তি সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় ৯১ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ১৫৭ কোটি টাকা। এ ছাড়া টিআইএন নেওয়ার মাধ্যমে আয়করের খাতায় নিবন্ধিত হয়েছেন ২২ হাজার ৩২৬ জন। মেলা আয়োজক প্রতিষ্ঠান এনবিআর সূত্র জানিয়েছে, মেলায় টিআইএন নেওয়ার পরিমাণ গতবারের করমেলার একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। মেলা আগামী সোমবার শেষ হচ্ছে। যেসব সুবিধা মিলছে : মেলায় আয়কর রিটার্ন দাখিল, অনলাইনে রিটার্ন দাখিলে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-ফাইলিং, কর প্রদান (ই-পেমেন্ট ও কিউ ক্যাশ), কর সংক্রান্ত সব তথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে আয়কর রিটার্ন ফরম পূরণ ও কর পরিশোধ সংক্রান্ত সেবা। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের রয়েছে আলাদা বুথ। দর্শনার্থীদের সঙ্গে আগত শিশুদের বিনোদনের জন্য চাইল্ড কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। করদাতাদের যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ৮টি শাটল বাস নিয়োজিত রয়েছে। করদাতা ও সেবাগ্রহীতাদের সেবায় কর্মকর্তাদের পাশাপাশি নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বিএনসিসি ও রোভার স্কাউট। মেলায় রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা। এ ছাড়া ভ্যাট অনলাইন প্রকল্প বুথ থেকে ভ্যাটবিষয়ক যেকোনো পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি একীভূত সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক বুথ যথা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকা, সঞ্চয় অধিদফতর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ, বিসিএস কর একাডেমি, বিসিএস কাস্টমস একাডেমি ইত্যাদি রয়েছে। এনবিআর আয়কর সেবাসমূহকে পর্যায়ক্রমে ই-সেবায় রূপান্তরিত করে করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ‘অনলাইন রিটার্ন দাখিল’ ব্যবস্থা চালু হয়েছে। ফলে করদাতারা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঘরে, অফিসে অথবা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল (www.etaxnbr.gov.bd) করতে পারবেন। এ ব্যবস্থায় রিটার্ন দাখিলের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তার স্বার্থে করদাতাদের একবার সার্কেল অফিস থেকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংবলিত সার্টিফিকেট গ্রহণ করতে হবে। করদাতাদের সুবিধার্থে আয়কর মেলায় বিশেষ ব্যবস্থায় ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের জন্য করদাতাদের শুধু ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হবে। নতুন এ উদ্ভাবনী পদ্ধতিতে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিতে করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর