শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় সমবায় দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় সমবায় দিবস। সারা দেশে বিভিন্ন আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’।

দিবসটি উপলক্ষে দেশবাসী এবং সমবায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বাণীতে বলেন, সমবায় জনগণের সংগঠন। বাংলাদেশের পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মুক্তবাজার অর্থনীতির প্রসার ও প্রযুক্তির বিপ্লব আর্থ-সামাজিক ক্ষেত্রে নবতর সম্ভাবনা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ‘এ মুহূর্তে আমাদের সরকারের প্রচেষ্টা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। টেকসই উন্নয়ন সুনিশ্চিত করতে হলে পণ্যসামগ্রী উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর