শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু ২ ডিসেম্বর

টঙ্গী প্রতিনিধি

রাজধানীর সন্নিকটে টঙ্গী তুরাগ নদের তীরে এগিয়ে চলছে জোড় ইজতেমার প্রস্তুতি। আগামী ২ ডিসেম্বর শুরু হবে পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমা। ৬ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুত করতে শত শত মুসল্লি বিভিন্ন এলাকা থেকে এসে মাটি কাটা, খুঁটি গাঁথা, চটের সামিয়ানা তৈরি, ময়দান পরিষ্কারসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। গতকাল উত্তরা থেকে আসা এক মুসল্লি আ. কাদির বলেন, আমরা ময়দানে স্বেচ্ছায় কাজ করছি। আগামী জোড় ইজতেমা ও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবা ও আল্লাহকে খুশি করার জন্যই কাজ করছি। জানা গেছে, জোড় ইজতেমায় ঢাকা জেলার তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লি সম্মেলনে অংশ নেবেন। মোনাজাত শেষে মুসল্লিরা জিকিরের মধ্য দিয়ে ময়দান ত্যাগ করে দ্বিনের কাজে বেরিয়ে পড়বেন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ইমান, আমলসহ ৬ উসুল সম্পর্কে দেশি-বিদেশি শীর্ষ মুরব্বিরা বয়ান করবেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশে ইজতেমার গুরুত্ব ও তাত্পর্য তুলে ধরা হবে। গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, জোড় ইজতেমায় মুসল্লিদের সেবায় ময়দানে ১০০ ড্রাম ব্লিসিং পাউডার, পানি সাপ্লাই ও বর্জ্য অপসারণের উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

সর্বশেষ খবর