শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘মুসলিম হত্যা বন্ধ না হলে লংমার্চ’

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে ১২ ডিসেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার পরও যদি নির্বিচারে মুসলিম হত্যা বন্ধ না হয় তাহলে প্রয়োজনে মিয়ানমার অভিমুখে লংমার্চ করা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত দলের বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম উত্তর গেটে গিয়ে শেষ হয়।

নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারের আরাকান ও রাখাইন রাজ্যে নির্বিচারে মুসলিম নারী, শিশু ধর্ষণ, হত্যা বিশ্ববিবেককে তাড়িত করেছে।

সর্বশেষ খবর