সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশি কাগজ রপ্তানিতে ভর্তুকি দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশীয় কারখানায় উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানিতে ভর্তুকি দেবে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। কাগজ জাতীয় পণ্য রপ্তানিতে ১০ শতাংশ হারে ভর্তুকি প্রদান করা হবে। এ ছাড়া আগর ও আতর রপ্তানিতেও ২০ শতাংশ হারে নগদ ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এ সক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ১০ শতাংশ হারে রপ্তানিকারক ভর্তুকি প্রাপ্ত হবেন। তবে পণ্য উৎপাদনের কোনো ক্ষেত্রে ডিউটি ড্র ব্যাক সুবিধা গ্রহণ করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর