মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগকে ইতিবাচক খবরের শিরোনাম হতে হবে : কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্রলীগের নেতা-কর্মীদের খারাপ খবরের শিরোনাম না হয়ে ইতিবাচক খবরের শিরোনাম হওয়ার শপথবাক্য পাঠ করিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আহ্বানে ‘আমরা খারাপ খবরের শিরোনাম হব না, আমরা ইতিবাচক খবরের শিরোনাম হব’ বলে হাত তুলে শপথ গ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বিকালে বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতার এক পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের কন্যা নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। ওবায়দুল কাদের বলেন, যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি নীতির কথা বলে। যারা বেশি অনিয়ম করে, তারাই বেশি নিয়মের কথা বলে। বাংলাদেশ ছাত্রলীগকে সে দলে দেখতে চাই না। প্রধানমন্ত্রীও এমনটা চান না। ছাত্রলীগ যেন খারাপ খবরের শিরোনাম না হয়। ইতিবাচক খবরের শিরোনাম হয়। অনুপ্রবেশকারীদের কারণে বদনামের ভাগীদার না হয়ে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হেরে যাওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে হেরে গিয়ে বিএনপির আর কিছুই করার নেই। তারা নিজেরা আজ আত্মঘাতী দলে পরিণত হয়েছে। নিজেরাই নিজেদের বেপরোয়া করে তুলছে, নিজেদের দুর্বল করছে। তাই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া এখন আর তাদের কোনো কিছু করার নেই। মন্ত্রী বলেন, শেখ হাসিনা শুধু মাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন রাষ্ট্রনায়ক। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভাবেন পরবর্তী নির্বাচনের কথা, রাষ্ট্রনায়ক ভাবেন পরবর্তী প্রজন্মের কথা। আজ শেখ হাসিনার অবস্থান অনেক উপরে, তিনি বিশ্ব দরবারে অনেক উচ্চতায় চলে গেছেন। তিনি আজ দলের থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে উঠেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর