মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১২ জানুয়ারি শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ১২ জানুয়ারি জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানের এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে অংশগ্রহণ করছে ভারত, আফগানিস্তান, ইরান, জার্মানি, শ্রীলঙ্কা, কাতার, ফ্রান্স, মঙ্গোলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চীন, নেদারল্যান্ডস পাকিস্তান, কিউবা, ডেনমার্ক, বেলজিয়াম, ইরাক, আফগানিস্তান, নরওয়ে, সৌদি আরব, তুরস্ক, মিসর, থাইল্যান্ড, পোল্যান্ডসহ ৬৭টি দেশ। জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, আমেরিকান সেন্টার মিলনায়তন ও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এই পাঁচটি ভেন্যুতে একযোগে প্রদর্শিত হবে উৎসবের চলচ্চিত্রগুলো। তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুদান সহায়তায় উৎসবের পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। এশিয়ান কমপিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেনস ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকার সেকশন, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশন ও নরডিক ফিল্ম সেকশন এই ৭টি বিভাগে প্রদর্শিত হবে উৎসবের চলচ্চিত্রগুলো।

গতকাল ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসব পরিচালনা পর্ষদের উপদেষ্টা কবি রবিউল হুসাইন, সাংবাদিক আবেদ খান, নাট্যাভিনেতা ম. হামিদ ও চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর