মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
শিক্ষা আইনের সংশোধন দাবি

বইয়ের দোকানে ৪৮ ঘণ্টা ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা আইনের কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহ্বানে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে আজ মঙ্গলবার। বেসরকারি প্রকাশকরা যাতে সহায়ক গ্রন্থ ও রেফারেন্স বই বাজারজাত করতে পারেন সে লক্ষ্যে ধারা-উপধারাসমূহ সংযোজন করার দাবি জানিয়েছেন সমিতির নেতারা। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন পুস্তক প্রকাশকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শিক্ষা আইন বাস্তবায়িত হলে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। যার প্রভাব পড়বে অমর একুশে গ্রন্থমেলার ওপর। সহায়ক বই না থাকলে শিক্ষার্থীদের মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে। দেশে এখন ২৮ হাজার বইয়ের দোকান আছে। সেগুলোও বন্ধ হয়ে যাবে। মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি, বাংলাদেশ পেপারস মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতা মির্জা কাশেম, শ্যামল পাল, কামরুল হাসান শায়ক, শরীফুল আলম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মঙ্গল ও বুধবার দেশের সব বইয়ের দোকানে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন সমিতির নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর