শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত ফি ফেরত দিতে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালাকে তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তোলে ক্যাব। নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে লাগামহীন টাকা আদায় ঠেকাতে গতকাল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় মহানগরীর শতাধিক বেসরকারি স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভর্তি নীতিমালা অনুসরণ না অনেক স্কুলে টিসিসহ নানা খাতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।