বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্কারোপ দুঃখজনক

—— তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক। দেশটি বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সব পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিচ্ছে। অথচ পাটপণ্য রপ্তানির ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করেছে।

গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কম মূল্যে ভারতে পাটপণ্য রপ্তানি হচ্ছে, এমন অভিযোগে দেশটি বাংলাদেশের পাট রপ্তানির ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যান্টিডাম্পিং ছাড়াও ভারতে তৈরি পোশাক রপ্তানির ওপর শতকরা সাড়ে ১২ শতাংশ হারে কাউন্টার ভেইলিং শুল্ক (সিভিডি) আরোপ করা হচ্ছে।

সর্বশেষ খবর