মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হোশি কোনিও হত্যার রায় ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার রায় ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। গতকাল রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে আরও আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা এ কথা জানান। তিনি জানান, ৫৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী তিন দিনে বাকি ২৪ জনের সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক শেষে ১৫ ফেব্রুয়ারির মধ্যে রায় দেওয়া হবে বলে আশা করছি। গতকাল সাক্ষ্য দেওয়ার সময় প্রত্যক্ষদর্শী মাসুদ রানা, সৈয়দ আলী ও আল ইসলাম আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে শনাক্ত করেন। তারা আদালতকে বলেন, মাসুদ রানার নেতৃত্বে তিনজন এসে দুজন হোশি কোনিওকে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান কোনিও। এ ছাড়া সাক্ষ্য দেন পুলিশের এসআই অলিয়ার রহমান, দুলাল মিয়া, কনস্টেবল নূরুজ্জামান, নুর আলম ও হাবিবুর রহমান।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরে আজ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক। এ নিয়ে ৫ কার্যদিবসে মামলার বাদীসহ ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হলো। মামলায় আরও ২৪ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেনকে হাজির করা হয়।

সর্বশেষ খবর