সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় স্থগিতাদেশ জারি করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। ২৯ মার্চ খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলা ছয় মাসের জন্য স্থগিত করেন হাই কোর্ট। এ আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর খালেদা জিয়ার বক্তব্যে দেশদ্রোহী মনোভাব থাকার অভিযোগে তা প্রত্যাহার চেয়ে উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

সর্বশেষ খবর