সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আন্তদেশীয় অপরাধ বৃদ্ধি পেয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্তদেশীয় অপরাধের আকার ও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এটি এখন শুধু কোনো দেশীয় অপরাধ নয়, এটি সব দেশের সমস্যা। তাই সার্কভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গতকাল রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ‘আন্তদেশীয় অপরাধ : সার্ক প্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মানব পাচারকারীদের দেখেছেন। তারা ক্রাইম করে বর্ডার এলাকা দিয়ে পালিয়ে যায়। যারা এ কোর্সে অংশ নিচ্ছেন তাদের মধ্যে নলেজ ও ইনফরমেশন শেয়ারিং হবে। যা সব দেশেরই ’ল অ্যান্ড ইনফোর্সমেন্ট এজেন্সির কাজে আসবে। আসাদুজ্জামান বলেন, শেখার ও জানার কোনো শেষ নেই। আমাদের দেশের পুলিশ অনেক দক্ষ ও দায়িত্বশীল। তবে আমাদের আরও দক্ষ, ভালো ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দরকার।

সর্বশেষ খবর