মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
৩৫তম বিসিএস

নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার না পাওয়াদের থেকে ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদে সুপারিশ পায়নি তাদের মধ্য থেকে মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তথ্য বিভ্রাটের জন্য তিনজনের ফল স্থগিত রয়েছে। এদের মধ্যে সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা পদে ২০০ জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী পদে ৪৮ জন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পদে ২০ জনসহ ৪৩টি সরকারি দফতর ও সংস্থায় ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। সূত্র জানায়, ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম  শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ দেওয়া শেষ হলে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করবে কমিশন।

সর্বশেষ খবর