শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

দুদকের অনুসন্ধানে চিহ্নিত পাউবোর ১৬ কর্মকর্তা

হাওর রক্ষাবাঁধ নির্মাণে অনিয়ম

মোস্তফা কাজল

সুনামগঞ্জের হাওর রক্ষাবাঁধ নির্মাণে অনিয়মে প্রাথমিকভাবে পানি উন্নয়ন বোর্ডের ১৬ কর্মকর্তাকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এছাড়া  যেসব ঠিকাদার আগাম অথবা সামান্য কাজ করে পুরো বিল তুলেছেন, তাদেরও একটি তালিকা করছে দুদক। জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হতে পারে। প্রাথমিক অনুসন্ধানে যাদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছে, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, দুজন উপ-বিভাগীয় প্রকৌশলী, ছয়জন উপসহকারী প্রকৌশলী এবং ৪ জন বিভিন্ন স্তরের কর্মকর্তা। মূলত এসব কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করেই ঠিকাদাররা কোথাও ১৫ শতাংশ,  কোথাও ২০ শতাংশ আবার কোথাও কাজ না করেই বিভিন্ন প্রকল্পের বিল বাবদ কোটি কোটি টাকা তুলে নিয়ে যান। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন,বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ হলেই দুদক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে তদন্ত শেষ হলেই আইনি প্রক্রিয়া শুরু হবে। 

দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষে যে ১৬ কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন। তাদের কয়েক দিন আগে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। দুদক সূত্র জানায়, সুনামগঞ্জে ফসল রক্ষাবাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় আফসার উদ্দিনকে ১৫ এপ্রিল প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে  যোগসাজশ করে ২৮টি বাঁধ নির্মাণে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনুসন্ধান টিমের প্রধান দুদক পরিচালক বেলাল হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দুর্নীতির নথিপত্র সংগ্রহ করেছি। এখন পর্যালোচনা চলছে। অনিয়মের অনেক তথ্য পাওয়া গেছে। দুর্নীতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরও প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, হাওর রক্ষাবাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে টিম। সূত্র জানায়, দুর্নীতির তথ্য সংগ্রহের পর এখন যাচাই-বাছাই চলছে। দুদক টিম ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত হাওর রক্ষাবাঁধ নির্মাণ এলাকা ও পানি উন্নয়ন বোর্ডের দফতরে অনুসন্ধান চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর