শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

৯ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৯ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ তারিখ ২৬ মে। অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করা যাবে। জানা যায়, ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ মে থেকে শুরু হয়ে চলবে ২৬ মে পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।

নীতিমালায় সুনির্দিষ্টভাবে ভর্তির নিয়ম, আবেদনের তারিখ এবং পরীক্ষার ফল প্রকাশের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবে তার মধ্য থেকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী তার কলেজ বরাদ্দ হবে। মোট তিনটি পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর