শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

মৌলভীবাজারের চার জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ৪ জুলাই প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এই মামলার চার আসামি হলেন— আকমল আলী তালুকদার, আবদুর নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আবদুল  মোছাব্বির মিয়া। এদের মধ্যে আকমল আলী কারাগারে, বাকিরা পলাতক। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি অভিযোগ আনা হয়েছে। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর শেখ মুশফিক কবির উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর