মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

সব সংস্কার আমলাতন্ত্রের কালো গহ্বরে হারিয়ে যায় : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। সিভিল সার্ভিস অ্যাক্টসহ যে কোনো সংস্কারই আমলাতন্ত্রের কালো গহ্বরে (ব্ল্যাক হোল) হারিয়ে যায়। তিনি গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন দুদক মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রমখ।

সর্বশেষ খবর