মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

কক্সবাজার-কুনমিং ফ্লাইটের প্রস্তাব

ঢাকায় ইউনানের প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক

কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে সরাসরি বিমানের ফ্লাইট পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা লি ঝিউলিংয়ের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ প্রস্তাব দেন। বর্তমানে ঢাকা থেকে কুনমিং সরাসরি বিমান ফ্লাইট চালু আছে। লি ঝিউলিং গত রবিবার তিন দিনের সফরে আসা ইউনানের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফররত ইউনান প্রদেশের সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টাকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তা আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশ, চীন, ভারত, মিয়য়ানমারের অর্থনৈতিক করিডরের পরিকল্পনা এগিয়ে নিতে প্রতিবেশী দেশ মিয়ানমারের সক্রিয় উদ্যোগ আহ্বান জানান। ইউনান প্রদেশ চীনের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব দেশগুলোর সঙ্গে ভৌগোলিক যোগসূত্র স্থাপন করেছে বলে উল্লেখ করেন প্রতিনিধি দলের নেতা লি ঝিউলিং।

সর্বশেষ খবর