মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

রমজানে অফিস সময় ৯টা-সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান মাস উপলক্ষে সরকারি অফিসগুলোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজান মাসে সরকারি অফিস আদালতে কাজের সময় ঠিক করে দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতি বছরের মতো এবারও রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। রমজান মাসে ইফতারের কথা মাথায় রেখে কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রমজান মাসের সময় হচ্ছে ৯টা-সাড়ে ৩টা। এ ছাড়া সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

সর্বশেষ খবর