বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পোলট্রি মুরগির বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্যের প্রতিবাদে এবং বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের উদ্যোগে গতকাল এই কর্মসূচি পালিত হয়। এ সময় রাস্তায় ডিম ভেঙে এবং ব্রয়লার মুরগি ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। ব্যবসায়ীরা বলেন, একেকটি দেড় কেজি আকারের মুরগি উৎপাদন করতে ২৩০ টাকা খরচ পড়ে। বিক্রি করতে হয় ১৫০ টাকায়।

সর্বশেষ খবর