বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

‘উন্নয়নে কাউয়া ঢুকে গেছে’

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়নে ‘কাউয়া ঢুকে গেছে’ বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তারা নতুন ভ্যাট আইন ২০১৯ সালে বাস্তবায়নের দাবি জানিয়ে আরও বলেছে, নতুন সরকার ক্ষমতায় এসে ভ্যাট আইন বাস্তবায়ন করলে সবার জন্যই সুবিধা হবে। আসলে ভ্যাট আইন দিয়ে তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর