বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

নিয়ম মেনেই ‘নবাব’ ও ‘বস-২’ মুক্তি দেওয়া হয়েছে : প্রেসনোট

প্রতিদিন ডেস্ক

নিয়ম মেনেই যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ এবং ‘বস-২’ মুক্তি দেওয়া হয়েছে।  গতকাল এক বিবৃতির মাধ্যমে তথ্য অধিদফতর (পিআইডি) এ কথা জানিয়েছে।  সমপ্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘নবাব’ এবং ‘বস-২’ মুক্তির বিরোধিতা করে একটি গোষ্ঠী পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করায় বিষয়টি স্পষ্টকরণের লক্ষ্যে পিআইডি এ বিবৃতি দিয়েছে। বাসস

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এ নীতিমালার আলোকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের বিষয়টি তদারকি করার জন্য এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীদের প্রতিনিধির সমন্বয়ে ‘যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ প্রিভিউ কমিটি’ রয়েছে। বিবৃতিতে বলা হয়, সেন্সর সনদপ্রাপ্ত যে কোনো চলচ্চিত্রের মতোই যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মুক্তির বিষয়টি চলচ্চিত্রটির নির্মাতা/প্রযোজক, পরিবেশক, প্রদর্শকদের নিজস্ব বিষয়। সামগ্রিক এ প্রক্রিয়ায় কোথাও সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করা বা আইনের বাইরে পা ফেলার সুযোগ নেই। উল্লিখিত চলচ্চিত্র দুটির বিষয়েও একই নীতি অনুসৃত হয়েছে।

সর্বশেষ খবর