শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অর্থ পাচারের রেকর্ড নেই আওয়ামী লীগের : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থ পাচারের রেকর্ড আওয়ামী লীগের নেই। বিএনপি বরাবরই অর্থ পাচার করে। এটা আদালতের মাধ্যমে প্রমাণিত। তারেক-কোকোর মানি লন্ডারিংয়ের কথা সবার জানা আছে। তবে আওয়ামী লীগের কেউ সুইস ব্যাংকে টাকা রেখেছে এমন খবর আমরা পাইনি। প্রমাণ সহকারে তথ্য পেলে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুইস ব্যাংকের টাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এই অর্থ বাংলাদেশ থেকে গেছে এটাও তো কেউ বলেনি। বিএনপি কোনো ইস্যু না পেয়ে ভ্যাট নিয়ে মাঠ গরমের চেষ্টা করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভ্যাটের টাকা দিয়ে বিএনপির মতো হাওয়া ভবন বানানোর কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই। বিএনপি ভেবেছিল ঈদের যাত্রাপথের কোনো ইস্যু নিয়ে কথা বলবে, কিন্তু তাদের সব ইস্যু মাঠে মারা যাওয়ায় এখন মাঠ গরম রাখতে ভ্যাট নিয়ে নানান কথা বলছে। আসলে বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে। হলি আর্টিজানের এক বছর পূর্তিতে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কেমন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ভাবমূর্তি অনেক উজ্জ্বল। সম্পাদকমণ্ডলীর এই জরুরি সভায় দলের উপ-কমিটির সহ-সম্পাদক নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, আশা করি দু-এক সপ্তাহের মধ্যে সহ-সম্পাদকের তালিকা দিতে পারব। আর সেটা অবশ্যই একশর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বৈঠক সূত্র জানায়, দলের দফতর ও প্রচারের জন্য ৫ জন, তথ্য ও গবেষণায় ৪ জন করে সহ-সম্পাদক রাখা হবে। আগামী ৬ জুলাই সম্পাদকমণ্ডলীর সভায় তা পর্যালোচনা করা হবে। পরবর্তীতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখিয়ে চূড়ান্ত করা হবে। এ ছাড়াও বৈঠকে ৬টি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, জেলা সফর ও বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর