মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইয়াবা-ফেনসিডিলে সয়লাব খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইয়াবা-ফেনসিডিলসহ ভারতীয় মাদকদ্রব্য। অভিনব কৌশলে বিভিন্ন রুট দিয়ে এসব মাদক প্রতিনিয়ত মহানগরীতে ঢুকছে। মাদকের আগ্রাসনে বিপথে যাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ। অভিযোগ রয়েছে, খুলনায় রাজনৈতিক ছত্রছায়ায় কিছুসংখ্যক প্রভাবশালী ও দুর্নীতিপরায়ণ পুলিশ সদস্য মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ফলে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানেও মাদকের বেচাকেনা বন্ধ হয় না।

বাংলাদেশ মানবাধিকার সংস্থা, খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম জানান, মাদক পাচারের কাজে গডফাদাররা নারী ও গরীব পরিবারের যুবক-কিশোরদের ব্যবহার করছে। মাদকের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে খুলনায় পরপর কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক। তবে মাদক নির্মূলে শক্ত অবস্থানের কথা ঘোষণা করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির। গতকাল কেএমপি সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর