মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১২ জুলাই শুরু

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর নিবন্ধিত হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম আগামী ১২ জুলাই শুরু হচ্ছে। রাজধানীসহ সারা দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকরা প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করবেন। এ সময় প্রত্যেক হজযাত্রীকে দুই ধরনের (ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সনদ (হেলথ সার্টিফিকেট) দেওয়া হবে। এ ছাড়া ১৬ জুলাই রাজধানীর আশকোনা হজক্যাম্প মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র খোলা হবে। হজযাত্রীদের প্রত্যেককেই স্বাস্থ্য সনদ ও টিকা গ্রহণ করতে হবে। জানা গেছে, ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা বিভিন্ন হাসপাতাল, ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতালে টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। অন্যান্য জেলার হজযাত্রীরা সিভিল সার্জন কার্যালয়ে টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

সর্বশেষ খবর