মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নার্সিংয়ে ৯০ শতাংশ নারী কোটার বিধান স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ নারী কোটার বিধান রেখে ৯ বছর আগে সরকারের জারি করা একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত হয়েছে। গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে নারীদের ৯০ শতাংশ কোটার এই বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাখাওয়াত হোসেন খান। জানা গেছে, ২০০৮ সালের ৩ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও পরিদর্শন শাখা থেকে সরকারি সেবা ইনস্টিটিউট ও কলেজের চার বছর মেয়াদি বিএসসি নার্সিংয়ে ভর্তি সংক্রান্ত একটি নীতিমালা জারি করে। এতে বলা হয়, সেবা ইনস্টিটিউট বা কলেজের  মোট আসনের সংখ্যার অনধিক ১০ শতাংশ আসন পুরুষ প্রার্থী কর্তৃক পূরণ করা হবে। বাকি ৯০ শতাংশ ভর্তি করা হবে নারী শিক্ষার্থীদের দ্বারা।

সর্বশেষ খবর