মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ঢাবির বিশেষ সমাবর্তন আজ

ইউকিয়া আমানোকে দেওয়া হবে ডিগ্রি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে আজ ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে। বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উল্লেখযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ নোবেলজয়ী প্রতিষ্ঠানটির মহাপরিচালককে এ সম্মান প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ সমাবর্তনের মাধ্যমে ইউকিয়া আমানোকে এ ডিগ্রি প্রদান করবেন। আচার্যের সভাপতিত্বে আজ আমানো ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’ শীর্ষক বক্তব্যও দেবেন। চার দিনের সফরের দ্বিতীয় দিনে গতকাল আইএইএ মহাপরিচালক রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর