বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সম্ভাবনার লক্ষ্মীপুরে নানা বাধা শিল্পায়নে

সয়াবিন, নারিকেল, সুপারি, ধান ইত্যাদি প্রধান ফসল হওয়া সত্ত্বেও সম্ভাবনার লক্ষ্মীপুরে নানা বাধা রয়েছে শিল্পায়নে। শিল্প-কারখানার দিক দিয়ে এখনো অবহেলিত এবং অনগ্রসর রয়ে গেছে লক্ষ্মীপুর। নৌপথের সহজ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকা, অবকাঠামো নির্মাণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দক্ষ জনশক্তির অভাব এবং ব্যাংক ঋণ না পেয়ে বিনিয়োগের অভাবসহ শিল্পায়নে রাজনৈতিক অস্থিরতাকেই এ জন্য দায়ী করছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা। এসব সমস্যার সমাধান করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাবে লক্ষ্মীপুর আর দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপ থেকে দেশ এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করেন তারা। জেলার ব্যবসা-বাণিজ্য নিয়ে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল।

সর্বশেষ খবর