বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঝুঁকিতে রংপুরে বোরো চাল সংগ্রহ অভিযান

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুরে ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে বোরো চাল সংগ্রহ অভিযান। সংগ্রহ লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগ চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চালকল মালিকরা। সে চালও তারা ঠিকমতো সরবরাহ করছেন না। চুক্তিবদ্ধ চালকল মালিকদের অভিযোগ, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বাজারমূল্য কেজিপ্রতি ৮-১০ টাকা বেশি হওয়ায় চাল সরবরাহ সম্ভব হচ্ছে না। এর পরও খাদ্য বিভাগের কর্মকর্তাদের জবরদস্তি এবং চুক্তি বাতিলের হুমকি দেওয়ায় কয়েকজন কল মালিক চাল সরবরাহ করে মোটা দাগে লোকসান গুনেছেন। ফলে কেউ চাল দিতে চাইছেন না। এ অবস্থা অব্যাহত থাকলে বোরো চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি মোটা চালের সংগ্রহমূল্য ধার্য করেছে ৩৪ টাকা। রংপুরের বাজারে প্রতি কেজি মোটা চালের পাইকারি মূল্য ৪২ থেকে ৪৪ টাকা; যা খুচরা বাজারে ৪৪-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক শাহজাহান ভুঁইয়া বলেন, ‘সংগ্রহ লক্ষ্যমাত্রার সিকি ভাগ চাল সরবরাহের চুক্তি করা হয়েছে। চুক্তির চালটাই সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাগাদা দেওয়া সত্ত্বেও চালকল মালিকরা সাড়া দিচ্ছেন না। তবে চুক্তির দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে চাল সরবরাহ না করলে সংশ্লিষ্ট কল মালিকদের বরাদ্দ ও জামানত বাতিল হয়ে যাবে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি সংগ্রহ অভিযানে রংপুরের আট উপজেলায় ১৭ হাজার ৬৪৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে এ চাল সংগ্রহ করা হবে। গত ২ থেকে ২০ মে পর্যন্ত চুক্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়। চালকল মালিকরা আশানুরূপ সাড়া না দেওয়ায় ওই সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ে ৪১১ জন চালকল মালিকের সঙ্গে ৫ হাজার ৬০০ মেট্রিক চন চাল সরবরাহের চুক্তি হয়। এ পর্যন্ত ৫০ জন চালকল মালিক ৫১৬ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর