বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস আজ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৪তম জন্মদিন আজ। ১৯৫৩ সালের এই দিনে বরেন্দ্রভূমি রাজশাহীর সবুজ মতিহার চত্বরে দেশের দ্বিতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ ছাড়াও দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা    অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর