বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ক্রয় কমিটিতে ১০ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে সরকারের স্বাক্ষরিত সাধারণ চুক্তিমূল্যের চেয়ে ৫ মিলিয়ন ডলার কম বিনিয়োগ করবে দেশটি। এ পরিমাণ অর্থ বাংলাদেশ সরকারকে বেশি বিনিয়োগ করতে হবে। এর ফলে সমপরিমাণ অর্থ সমন্বয়ের একটি ক্রয়প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে আরও নয়টি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। গতকাল বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রস্তাব পর্যালোচনা করে দেখা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে একটি সাধারণ চুক্তি হয়। ওই চুক্তির আলোকে মোট ১২.৬৫০ বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়। এর মধ্যে চুক্তির ৯০ শতাংশ অর্থাৎ ১১.৩৮৫ বিলিয়ন ডলার রাশিয়ান ঋণ এবং বাকি ১০ শতাংশ অর্থাৎ ১.২৬৫ বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার জোগান দেওয়ার কথা। কিন্তু ঋণচুক্তির শর্তানুযায়ী ১১.৩৮৫ বিলিয়ন ডলার ঋণ নির্ধারিত হওয়ায় চুক্তিমূল্যের ক্রেডিট অংশে ৫ মিলিয়ন ডলারের সমপরিমাণ ৪০ কোটি টাকা ঘাটতি পড়েছে যা জিওবি থেকে সংকুলান করার জন্য রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট প্রস্তাব পাঠিয়েছিল। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয় বলে অতিরিক্ত সচিব জানান। মোস্তাফিজুর রহমান বলেন, অনুমোদিত প্রস্তাবের মধ্যে চারটি ক্রয়প্রস্তাবে ব্যয় হবে ৫৭৬ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে ৩৮৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালের শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন) ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের দর প্রস্তাব রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর