রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এসডিজি পূরণে অগ্রাধিকার দিতে হবে মানবাধিকারকে

গোলটেবিল বৈঠকে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

এসডিজি পূরণে অগ্রাধিকার দিতে হবে মানবাধিকারকে

ইংরেজি দৈনিক ডেইলি সান এবং জাতীয় মানবাধিকার কমিশনের যৌথ গোলটেবিল বৈঠকে বক্তারা    বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। মানবাধিকার সংরক্ষণের মধ্য দিয়েই অর্জিত হতে পারে টেকসই উন্নয়ন। সরকারি এবং বেসরকারি সমন্বিত উদ্যোগে এ লক্ষ্যে পৌঁছাতে হবে।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মানবাধিকার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. সামসুল আলম, মানবাধিকার কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদুল হক। কাজী রিয়াজুল হক বলেন, মানুষের অধিকার নিশ্চিত করা মানবাধিকার কমিশনের এখতিয়ার। মানুষ তাদের অধিকার না বুঝে পাওয়া পর্যন্ত আমরা মনিটরিং করে যাব এবং ভ্রান্তি থাকলে তা তুলে ধরব। এসডিজির ১৬৯টি টার্গেটের মধ্যে ১৫২টি টার্গেটই    মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত। তাই এসডিজি অর্জনে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর