সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সেরাদের সেরা যারা

এইচএসসির ফল প্রকাশ

প্রতিদিন ডেস্ক

সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল গতকাল একযোগে প্রকাশিত হয়েছে। গতবারের চেয়ে এবার ফল কিছুটা খারাপ হলেও সেরারা রয়েছে তাদের মতোই। তাদের নিয়েই নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর ভিত্তিতে শীর্ষ ১৫ কলেজের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে শীর্ষে আছে চট্টগ্রাম সরকারি কলেজ, দ্বিতীয় স্থানে সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। কুমিল্লা : কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন। এ  বোর্ডে গত ৫ বছরের মধ্যে এবারই মোট পাসের হার আর জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা সর্বনিম্ন। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি। ময়মনসিংহ : ময়মনসিংহের সেরা ১০টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২২২ জন। এর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। সিলেট : এবার পাসের হারে শীর্ষস্থানে থাকা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৮টিতে। তবে শতভাগ ব্যর্থ কোনো প্রতিষ্ঠান নেই। এ বোর্ডেও অধীনস্থ চার জেলার মধ্যেও পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৭৬ দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জে ৭৩ দশমিক ৩০, হবিগঞ্জে ৬৯ দশমিক ১৩ শতাংশ ও মৌলভীবাজারে ৬৫ দশমিক ৮৩ শতাংশ। যশোর : যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৪৭ শিক্ষার্থী। যেখানে গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২ এবং জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৫৮৬ শিক্ষার্থী। খুলনা : যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্তিতে খুলনা জেলায় প্রথম অবস্থানে রয়েছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। বরিশাল : বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮১৫জন শিক্ষার্থী। আর ৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। এর মধ্যে জিপিএ প্রাপ্ত ছাত্রী ১ হাজার ১৯৬জন এবং ছাত্র ১ হাজার ৭৯১জন। রংপুর : এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ এবং কালেক্টরেট স্কুল ও কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী : রাজশাহী শিক্ষাবোর্ড  ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর