শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীর গ্রামাঞ্চলের অর্ধেক সড়ক কাঁচা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলায় ৬ হাজার ১০২ দশমিক ৩০ কিলোমিটার রাস্তা আছে। এর মধ্যে ৯টি উপজেলায় এখনো ৩ হাজার ৭৭৭ কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষাকালে এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। কাঁচা রাস্তার কারণে এসব এলাকা গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাজশাহীর বেশির ভাগ গ্রামীণ সড়কের বেহাল দশা। এ সময় এসব কাঁচা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। কাদার রাস্তায় দুর্ভোগে পড়তে হয় গ্রামাঞ্চলের মানুষকে। ছোট ছোট যানবাহন চলা দূরের কথা কাদা পানিতে একাকার হয়ে যাওয়ায় অনেক এলাকার রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর