শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

টাকায় করা যাবে আমদানি রপ্তানি লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আমদানি-রপ্তানি লেনদেনে স্থানীয় মুদ্রা হিসেবে টাকার ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। ব্যাংকগুলোতে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের মাস্টার এলসির বিপরীতে এ লেনদেনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঋণপত্র স্থাপনে বৈদেশিক মুদ্রায় লেনদেন নিশ্চিত করতে হবে। তবে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানে মূল্য পরিশোধে স্থানীয় মুদ্রা ব্যবহার করা যাবে। বিশেষ করে কার্টন, এক্সেসরিজ পণ্য, হ্যাঙ্গার ও প্লাস্টিকজাত পণ্য সরবরাহে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর