শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিমানের ইঞ্জিন মেরামতে তুঘলকি কাণ্ড

ক্ষোভ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

লিজ নেওয়া বাংলাদেশ বিমানের নষ্ট হওয়া অকেজো ইঞ্জিন মেরামত নিয়ে তুঘলকি কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। ইজিপ্ট এয়ারলাইন্স থেকে লিজ নেওয়া বিমানের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে পড়ে থাকার বিষয়ে গঠিত সংসদীয় সাবকমিটি তদন্তে নেমে বিমানের এই কাণ্ড দেখতে পেয়েছে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, লিজকৃত বিমানের নষ্ট ইঞ্জিন মেরামত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে না দিয়ে দেওয়া হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সকে। কিন্তু কেন, তার কোনো জবাব দিতে পারেনি তারা। সাবকমিটির তদন্তে বিমানের এরকম নানা অনিয়মের ফিরিস্তি তৈরি করে অধিকতর তদন্তের জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে বিমান লিজ নেওয়ার ক্ষেত্রে বর্তমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কন্ট্রাক্ট সাইন করার সুপারিশ করেছে।  সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দিন সরকার, রওশন আরা মান্নান, সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর