বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘শুভঙ্করের ফাঁকি’ মোবাইল প্যাকেজে খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

‘শুভঙ্করের ফাঁকি’ মোবাইল প্যাকেজে খতিয়ে দেখার নির্দেশ

মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজে গ্রাহকরা ‘শুভঙ্করের ফাঁকিতে’ পড়ছে কিনা এবং তাদের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে প্রতিবেদন দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মাজেদা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো হয়। সেই চিঠিতে মোবাইল ফোন অপারেটরদের বিভিন্ন প্যাকেজের শর্ত যাচাই করে প্রতিবেদন দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, মোবাইল ফোন অপারেটররা বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার দিয়ে থাকে, এসব প্যাকেজ নিয়ে ভোক্তারা নানা অভিযোগ করে থাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা বাঞ্ছনীয়। মোবাইল অপারেটরদের বিভিন্ন প্যাকেজ মূল্যায়ন করে বিভিন্ন অফারে নির্ধারিত মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা, ভোক্তা কোনোভাবে প্রতারিত হচ্ছে কিনা বা অফারে কোনো ‘শুভঙ্করের ফাঁকি’ রয়েছে কিনা তা জানাতে বলা হয়েছে বিটিআরসিকে। এছাড়া  ভোক্তারা অভিযোগ করে থাকলে তার সমাধান হয়েছে কিনা, না  হয়ে থাকলে বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে  তাও জানাতে হবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে।

গত বছরের নভেম্বরে মোবাইল অপারেটরদের সেবা নিয়ে বিটিআরসির গণশুনানিতে নেটওয়ার্ক সমস্যা, কলড্রপ, ইন্টারনেটে ধীরগতি, প্যাকেজের নামে প্রতারণা ও অহেতুক এসএমএস’র অভিযোগ করেন গ্রাহকরা। দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়লেও গ্রাহকরা প্রায়ই উচ্চমূল্যের পাশাপাশি ইন্টারনেট ধীরগতি, নেটওয়ার্ক সমস্যা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ও ব্যবহারের চেয়ে বেশি টাকা কেটে নেওয়া ইত্যাদি বিষয়ে অভিযোগ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর