বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঈদে রেমিট্যান্সে রেকর্ড

আলী রিয়াজ

ঈদুল আজহা সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এ মাসে প্রবাসীরা প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসাও বন্ধ হয়নি। মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপ করায় প্রবাসীরা বৈধ পথেই রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল ৩০ আগস্ট পর্যন্ত বিগত এক মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। আগের মাস জুলাইয়ের চেয়ে যা প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি। জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১১ কোটি মার্কিন ডলার। সাধারণত সারা বছর যে পরিমাণ রেমিট্যান্স আসে ঈদুল আজহার সময় তা বৃদ্ধি পায়। গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২১ কোটি ডলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর