বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-রাশিয়া রূপপুরের স্পেন্ট ফুয়েল নিয়ে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল (ব্যবহূত পারমাণবিক জ্বালানি) রাশিয়ায় নিয়ে যাওয়া সংক্রান্ত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

গতকাল মস্কোতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোভ এবং বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবহূত রুশ পারমাণবিক জ্বালানি থেকে পাওয়া স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল রসাটমের অঙ্গপ্রতিষ্ঠানগুলোর পুনঃপ্রক্রিয়াজাত করা হবে।

চুক্তি স্বাক্ষরের পর আলেক্সি লিখাচোভ তার বক্তব্যে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ন্যূনতম ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর রিয়্যাক্টর স্থাপিত হবে। এ চুক্তিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

সর্বশেষ খবর